ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দিয়েই
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে
পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট
হাতে চার ইনিংসে করেছেন মোট ৯৬ রান। এর
মধ্যে ৭০ রানের ইনিংস রয়েছে চট্টগ্রামে
আফগানিস্তানের বিপক্ষে। আজ প্রকাশিত
সবশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের
টি-টোয়েন্টি অধিনায়ক উঠেছেন ৩২ নম্বরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-
টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিব যৌথভাবে
শীর্ষস্থান ভাগ করেছেন মাহমুদউল্লাহর সঙ্গে।
সাকিব এমনিতেই দেশের সেরা অলরাউন্ডার।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দেশের বোলারদের
মধ্যেও তাঁর পেছনে সবাই। তবে বোলারদের
র্যাঙ্কিংয়ে সাকিবের নিজের অবনতি
ঘটেছে। একধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে
গেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের
বোলারদের মধ্যে এগিয়েছেন মোহাম্মদ
সাইফউদ্দিন। ডানহাতি এ পেসার ত্রিদেশীয়
সিরিজ শুরুর আগে ছিলেন র্যাঙ্কিংয়ে শীর্ষ
এক শ জনের বাইরে। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে
সেই সাইফউদ্দিন উঠে এসেছেন ৮০ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে
পাকিস্তানের বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট
৮৯৬। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
নিউজিল্যান্ডের কলিন মানরো ৭৯৬ রেটিং
পয়েন্ট নিয়ে তিনে। পাঁচে আফগানিস্তানের
হজরতউল্লাহ জাজাই। আন্তর্জাতিক
ক্রিকেটকে বিদায় বলা জিম্বাবুয়ে অধিনায়ক
হ্যামিল্টন মাসাকাদজা ক্যারিয়ার শেষ
করেছেন ২২তম স্থানে থেকে। জিম্বাবুয়ের
ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরেই তাঁর নাম।
বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের ৭ উইকেট
নেওয়া আফগান স্পিনার মুজিব উর রেহমান ২৯
ধাপ এগিয়ে উঠে এসেছেন নয়ে। মুজিবের
অধিনায়ক রশিদ খানই ধরে রেখেছেন
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার
গ্লেন ম্যাক্সওয়েল সবার ওপরে। ৩৫ পয়েন্ট
পিছিয়ে বাংলাদেশের সাকিব দুইয়ে।
Wednesday, September 25, 2019
টি টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সাকিব
About Bdnews
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment