সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব। তাঁর সঙ্গে এই
টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশ দলের আরেক
খেলোয়াড় লিটন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)
খেলতে আজ সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জে
রওনা দিয়েছেন সাকিব আল হাসান । তাঁর সঙ্গে
যাবেন সতীর্থ লিটন দাসও। তবে দুজন খেলবেন
দুই ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে।
সিপিএলে সাকিবের দল বার্বাডোজ
ট্রাইডেন্টস। আর লিটন খেলবেন জ্যামাইকা
তালওয়াসের হয়ে। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে
কাতার এয়ারওয়েজে রওনা হয়েছেন
বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। সিপিএল
খেলতে লিটনকে অনাপত্তিপত্র (এনওসি)
দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
সিপিএলে লিগ পর্বের খেলা প্রায় শেষ
পর্যায়ে। সাকিবের দল বার্বাডোজের ম্যাচ
বাকি আছে চারটি। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে
দলটি পয়েন্ট তালিকায় আছে পাঁচে।
বার্বাডোজের শেষ চারে ওঠার ভালো
সম্ভাবনা থাকলেও জ্যামাইকা আছে পয়েন্ট
তালিকায় একেবারে তলানিতে। লিগ পর্বে আর
দুটি ম্যাচ বাকি তাদের।
No comments:
Post a Comment